৭ দিনের মধ্যে বিয়ে হওয়ার আমল সমূহ

জন্ম, মৃত্যু এবং বিয়ে এগুলো মহান আল্লাহ্‌ তায়ালা নির্ধারণ করে রেখেছেন। ৭ দিনের মধ্যে বিয়ে হওয়ার আমল বলতে কোনো কিছু নেই তবে দ্রুত বিয়ে হয়ার জন্য কিছু আমল করা যায়। যদিও আমাদের ভাগ্য পূর্ব নির্ধারিত তবুও দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন করা যায়।

পৃথিবীতে একমাত্র দোয়া পারে আমাদের নির্ধারিত ভাগ্য পরিবর্তন করতে তাই বিয়ের বিষয়টি আল্লাহ্‌ চাইলে ১ দিনেও সম্ভব ৭ দিনের প্রয়োজন নেই। দ্রুত বিয়ে হয়ার জন্য জেসব আমল করতে পারেন তার বিস্তারিত নিচে দেওয়া হয়েছে পড়ে নিন।

৭ দিনের মধ্যে বিয়ে হওয়ার আমল

পবিত্র কোরআনুল কারিমে আল্লাহর নবী মুসা (আ.)-এর কাহিনি বর্ণিত হয়েছে। সেখানে মুসা (আ.)-এর একটি দোয়াও এসেছে। যে দোয়া পড়ার পর আল্লাহ তাআলা তার বিয়ে ও থাকা-খাওয়ার ব্যবস্থা করেছেন। আশ্রয়ের পাশাপাশি উত্তম জীবনসঙ্গীনিরও ব্যবস্থা করে দিয়েছেন। সেই দোয়াটি হলো-

ﺭَﺏِّ ﺇِﻧِّﻲ ﻟِﻤَﺎ ﺃَﻧْﺰَﻟْﺖَ ﺇِﻟَﻲَّ ﻣِﻦْ ﺧَﻴْﺮٍ ﻓَﻘِﻴﺮٌ

উচ্চারণ : রাব্বি ইন্নি লিমা- আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির।

অর্থ : হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, আমি তার মুখাপেক্ষী। (সুরা আল-কাসাস, আয়াত : ২৪)

প্রত্যেক ফরজ নামাজের আয়াত পড়া

এটি একটি দোয়া। সম্ভব হলে দোয়াটি গভীর আবেগ নিয়ে সব সময় পড়তে থাকা। তাহলো-

رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا

উচ্চারণ : ‘রাব্বানা হাবলানা মিন আযওয়াঝিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইউনিও ওয়াঝআলনা লিলমুত্তাকিনা ইমামা।’

অর্থ : ‘হে আমাদের প্রভু! আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন।’ (সুরা ফুরকান : আয়াত ৭৪)

সাইয়েদুল ইসতেগফার পড়া

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

আরও পড়ুন  সালাতুল হাজত নামাজের নিয়ত ও নিয়ম বাংলায়

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আংতা রাব্বি লা ইলাহা ইল্লা আংতা খালাক্কতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহ্দিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউজুবিকা মিন শাররি মা সানাতু আবুউলাকা বিনিমাতিকা আলাইয়্যা ওয়া আবুউলাকা বিজাম্বি ফাগ্ফিরলি ফা-ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আংতা।’

অর্থ : ‘হে আল্লাহ! তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোনো ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই বান্দা আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নেয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গোনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। কারন তুমি ছাড়া কেউ গোনাহ ক্ষমা করতে পারবে না।’

নিয়ম : সকালে ও সন্ধ্যায় এ ইসতেগফার করা। ফজর ও মাগরিবের নামাজের পর এ ইসতেগফার পড়তে ভুল না করা। কেননা হাদিসে এসেছে- যে ব্যক্তি এ ইসতেগফার সকালে পড়ে আর সন্ধ্যার আগে মারা যায় কিংবা সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, তবে সে জান্নাতে যাবে।’ (বুখারি)

দ্রুত বিয়ে হওয়ার যে আমলগুলো আমরা তুলে ধরেছি এগুলো সংগৃহীত সুতরাং এই সম্পর্কিত কোন তথ্য আপনার কাছে যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে অবশ্যই লিখে জানিয়ে দিতে পারেন।

এছাড়াও দ্রুত বিয়ে হওয়ার আমল সম্পর্কে আপনার কাছে যদি অতি গুরুত্বপূর্ণ কোন তথ্য থাকে সেটি আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে দিতে পারেন জানি দিতে পারেন আমাদের কমেন্টগুলো মাধ্যমে।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo