ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪, লাগবে এসএসসি পাস

বাংলাদেশের বৃহত্তম বেসরকারি সেবাদানকারি সংস্থা ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করেছে, যেখানে এসএসসি পাসেই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও পরিশ্রমী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে সিকিউরিটি সার্ভিসেস বিভাগে ‘সিকিউরিটি গার্ড’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

ব্র্যাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক।
পদের নাম: সিকিউরিটি গার্ড।
বিভাগের নাম: সিকিউরিটি সার্ভিসেস।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা মাধ্যমিক পাশ ।
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়।
চাকরির ধরন: ফুল টাইম।
প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: ২০ থেকে ৩৫ বছর।
উচ্চতা : ৫’ ৬” (ওজন আনুপাতিক হারে )
কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
মাসিক বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বীমা, উৎসব ভাতা, ভবিষ্যনিধি, আনুতোষিক, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, সুস্থতা কেন্দ্রের সুবিধা, ডে কেয়ার সুবিধা ও অন্যান্য ৷

চাকরির দায়িত্বসমূহ 

ব্র্যাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা, যা দারিদ্র্য দূরীকরণ এবং দরিদ্রদের ক্ষমতায়নে নিবেদিত। ব্র্যাকের সিকিউরিটি রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে কাজ করতে আগ্রহী ও যোগ্যতাসম্পন্ন প্রার্থীদেরনিম্নলিখত পদে আবেদন করার জন্য আহবান করা হচ্ছে:

১। ব্র্যাক কর্মী ও সম্পদের নিরাপত্তা নিশ্চিতকরণ।

২। ব্র্যাক কর্তৃক আয়োজিত অনুষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ।

৩। নিজ দায়িত্ব পালনের পাশাপাশি আউটসোর্সকৃত নিরাপত্তারক্ষীদের দায়িত্ব তদারকি করণ।

৪। নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত জরুরী অবস্থায় স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ।

৫। প্রতিটি সিকিউরিটি পোস্টে সর্বদা প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা প্রহরীর দায়িত্বপালন নিশ্চিতকরণ।

৬। নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যেকোনো দুর্ঘটনার সকল রেকর্ড ও অন্যান্য দাফতরিক নথিসমূহ নথিভুক্তকরণ ও সংরক্ষণ।

৭। নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত যেকোনো ঘটনা কালবিলম্ব না করে জরুরী ভিত্তিতে সংর্মিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজার ও নিরাপত্তা কর্মকর্তাকে অবহিতকরণ।

আরও পড়ুন  উদ্দীপন এনজিও নিয়োগ ২০২৫, লাগবে এইচএসসি পাস

৮। উর্ববতন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত অন্যান্য দায়িত্বসমূহ যথাযথভাবে সম্পাদন।

নিয়োগ প্রকাশ তারিখ: ১৫ আগস্ট ২০২৪।
আবেদনের শেষ সময়: ৩০ আগস্ট ২০২৪।

ব্র্যাক এনজিও নিয়োগে আবেদন করার পদ্ধতিঃ 

আপনি যদি ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে দেরি না করে খুব শীঘ্রই কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে বিডিজবস.কম মাধ্যমে আবেদন করুন আবেদনের লিংক এখানে ক্লিক করুন

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo