সদ্য এইচএসসি পাস করা শিক্ষার্থীরা সকলেই বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ও বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য জানতে বিভিন্ন জায়গায় সময় নষ্ট করে থাকে কিন্তু তারা জানে না এই সময় একবার চলে গেলে আর ফিরে পাবে না। তাই সময় নষ্ট না করে আমাদের ওয়েবসাইট থেকে ভর্তি তথ্য জেনে নাও।
তোমাদের জন্য আমাদের সকল প্রচেষ্টা তাই পোস্ট পছন্দ হলে অবশ্যই নীচে একটি কমেন্ট করে যাবে। তোমাদের অনুপ্রেরণা আমাদের কাজ করতে উতসাহী করে। নীচে থেকে জেনে নাও কোন বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা কি।
বিশ্ববিদ্যালয় ভর্তি যোগ্যতা ও তথ্য
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি যোগ্যতা
ইউনিট সি: বাণিজ্য শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বাণিজ্য শাখাসহ ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, ব্যবসায় ব্যবস্থাপনা (এইচএসসি) এবং ডিপ্লোমা ইন কমার্স বাণিজ্য শাখা হিসাবে বিবেচিত হবে।
ইউনিট এ: বিজ্ঞান শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখাসহ মাদ্রাসা বোর্ড (বিজ্ঞান) এবং ভোকেশনাল (এইচএসসি) বিজ্ঞান শাখা হিসেবে বিবেচিত হবে।
ইউনিট বি: মানবিক শাখা হতে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে। সাধারণ শিক্ষা বোর্ডের মানবিক শাখাসহ মিউজিক, গার্হস্থ্য অর্থনীতি এবং মাদ্রাসা বোর্ড (সাধারণ, মুজাব্বিদ) মানবিক শাখা হিসাবে বিবেচিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা
ইউনিট এ: বিজ্ঞান ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএর যোগফল (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ অর্থাৎ ৩.৫+৩.৫= ৮ হতে হবে।
ইউনিট বি: কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, অর্থাৎ ৩.০+৩.০= ৭.৫ হতে হবে।
ইউনিট সি: ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ অর্থাৎ ৩.০+৩.০= ৭.৫ হতে হবে।
এবং চারুকলা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।