বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন বুক নতুন 2025

পড়াশোনার প্রয়োজনে আমাদের বিভিন্ন বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন বুক পড়তে হয় কিন্তু অনেকেই টাকার অভাবে বই কিনতে পারেন না যার ফলে গুগলে এই সম্পর্কে বই খুঁজে বেড়ান। আমাদের উদ্দেশ্য যেহেতু দেশের সকল শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে সাহায্য করা তাই, আমরা আপনাদের জন্য সহজে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করার নিয়ম সহ একটি বই শেয়ার করলাম।

বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন বুক ২০২৫ 

বর্তমান কালে কোনো কাজ সাধারণভাবে হয় বা হয়ে থাকে, এরূপ বোঝালে Verb-এর Present Indefinite Tense হয়। চিরন্তন সত্য, নিকট ভবিষ্যত্, অভ্যাস, প্রকৃতি বোঝাতেও Present Indefinite Tense হয়।

গঠন প্রণালি: Subject + মূল Verb + object.

০১. আমরা বাংলাদেশে বাস করি We live in Bangladesh.
০২. সূর্য পূর্ব দিকে উদিত হয় The sun rises in the east.
০৩. পাখিরা আকাশে ওড়ে Birds fly in the sky.
০৪. গোলাপের গন্ধ মিষ্টি The rose smells sweet.
০৫. তোমরা ভাগ্যবান – You are lucky.
০৬. সূর্য পশ্চিম দিকে অস্ত যায় The sun sets in the west.
০৭. পৃথিবী গোল The earth is round.
০৮. বিড়াল ইঁদুর মারে The cat kills mouse.
০৯. কামাল সত্য কথা বলে Kamal speaks the truth.
১০. পদ্মা একটি বড় নদী The Padma is a big river.
১১. বাঙালিরা সাহসী- The Bangalese are brave.
১২. মানুষ মরণশীল Man is mortal.
১৩. ইংরেজরা চতুর The English are clever.
১৪. সে ভালো ইংরেজি জানে He knows English well.
১৫. চন্দ্র উজ্জ্বল The moon is bright.
১৬. তিনি সম্মানী লোক He is an honourable man

বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে Verb-এর Present Continuous Tense হয়।

গঠন প্রণালি: Subject am/is/are মূল Verb ing object.

আরও পড়ুন  পরীক্ষা নিয়ে ফানি স্ট্যাটাস বাংলা

১৩১. মা একটি গল্প বলছে Mother is telling a story.
১৩২, কুকুরটি ঘেউ ঘেউ করছে- The dog is barking.
১৩৩, তুলি একটি গান করছে Tuli is singing a song.
১৩৪. আমি একটি পাখি দেখিতেছি। am seeing a bird.
১৩৫. রহিম মাছ ধরিতেছে Rahim is catching fish.
১৩৬, আমি তোমার জন্য অপেক্ষা করছি। am waiting for you.
১৩৭. তুমি একটি চিঠি লিখছ You are writing a letter.
১৩৮. এখন বৃষ্টি হচ্ছে Now it is raining
১৩৯, রোজি খাবার রান্না করছে Rosy is cooking food.
১৪০. আমি তার সঙ্গে কথা বলছি। am talking with him.
১৪১. মা পিঠা তৈরি করছে Mother is making cake.
১৪২, জয় কাজ করছে Joy is working.
১৪৩. হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে The ducks are swimming in the pond.

১৪৪. রুনা একটি গান গাইছে- Runa is singing a song.
১৪৫. আমি একটি চিঠি লিখছি। am writing a letter.
১৪৬, তোমরা মাছ ধরছ You are catching fish.
১৪৭, কিরন খেলা করছে Kiran is playing.
১৪৮. সূর্য অস্ত যাচ্ছে The sun is setting.
১৪৯. আমি চিঠি লিখছি। am writing a letter..
১৫০. শিশুটি ঘুমাচ্ছে The baby is sleeping.

বর্তমান কালে কোনো কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, এরূপ বোঝালে Verb-এর present Perfect Tense হয়।

ঠন প্রণালি: Subject + have/has +মূল Verb-এর Past Participle + object.

১৮৭. আমি চিঠিটি লিখেছি – I have weitten the letter.
১৮৮. সে (স্ত্রী) একটি ছবি এঁকেছে-She has deawn a picture.
১৮৯. তাহারা ভাত খেয়েছে They have eaten Rice.
১৯০. সে স্কুলে গিয়েছে He has gone to school.
১৯১. আমি একটি বই কিনেছি I have bought a book.
১৯২. শামীম অঙ্কটি করেছে Shamim has done the sum.
১৯৩. তুমি মিথ্যা বলেছ You have told a lie.
১৯৪. তাহারা বাড়ি ফিরেছে They have setusned home.
১৯৫. আমরা তাকে সাহায্য করেছি We have helped him.
১৯৬. মা খাবার রান্না করেছেন Mothes has cooked food.
১৯৭. আমরা দেরি করেছি We have made delay.
১৯৮. তুমি প্লেটটি ভেঙেছ You have broken the plate.
১৯৯. বাবা টাকা পাঠিয়েছে Father has sent money.
২০০. তারা চা পান করেছে They have drunk tea.

আরও পড়ুন  ঘরে বসে জন্ম নিবন্ধন যাচাই কপি অনলাইন - Birth Certificate Online Check

1. বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন বুক

2. Masters English Grammer

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo