আমরা ভেবে থাকি যে ঘরোয়া উপায়ে বা বডি ফর্সা হওয়ার ক্রিম মেখে একদম ফর্সা হয়ে যাবো। বিষয়টি আসলে এমন নয়। আপনাকে কুচকুচে কালো থেকে সুন্দর করবে না। তবে আপনার ত্বক উজ্জ্বল করে তুলবে কালচে ভাব দূর করে দিবে।
অনেক সময় কালো থেকে প্রায় ৫০% সুন্দর হয় তবে একদম কালো থেকে একদম সুন্দর করে তুলবে এমন নয়। আবার ক্রিমের ক্ষেত্রে দেখা যায় আমরা ভাল মানের প্রোডাক্ট কিনতে না পেরে বা বাজারের ভেজাল ক্রিম কেনার কারণে সুন্দরের পরিবর্তে আরো ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই কেনার সময় ও ব্যবহারের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে।
সম্পূর্ণ বডি ফর্সা হওয়ার ক্রিম
১। Valarie end White Body Cream :ভ্যালারি এন্ড হোয়াইট বডি ক্রিম আপনার পুরো শরীরকে দ্রুত ফর্সা করে তুলে । এই ক্রিমটি আপনার ত্বককে গভীরভাবে শোষণ করে নেয়। এটি ত্বকের মৃত কোষ গুলোকে সতেজ করে। এবং ত্বকের বিভিন্ন দাগ দূর করে ত্বক কে করে তুলে মসৃণ ও নরম।
২। Aichun Beauty Body Whitening Cream:এটি একটি চমৎকার ও কার্যকরি ক্রিম। দৈনন্দিন ব্যবহারে সম্পূর্ণ বডি ফর্সা ও উজ্জ্বল করে কোন রকম সাইড ইফেক্ট ছাড়াই।এটি আপনার ত্বকের উজ্জ্বলতা ৪-৫গুন বাড়িয়ে দেয়। হাত, পা, ঘাড় এবং সারা শরীর ব্যবহার করলে ৩ দিন পরই এর রেজাল্ট দেখতে পারবেন।
৩। Himalaya Rich Cocoa Butter Body Cream:হিমালয়া নামটি সবাই শুনেছি। কেননা স্কিনের বিভিন্ন প্রোডাক্ট তৈরী করে আসছে অনেক আগে থেকেই। হিমালয়া বাটার বডি ক্রিম নিয়মিত ব্যবহারে ১ সপ্তাহের মধ্যেই আপনার ত্বককে করে তুলবে নরম ও উজ্জ্বল। শরীরের বিভিন্ন কালো দাগ দূর করে ত্বকের উজ্জ্বলতা কযেক গুন বাড়িয়ে দেয়।
আরও পড়ুনঃ ফর্সা হওয়ার ডাক্তারি ক্রিম ( শুধু মেয়েদের জন্য)
৪। Kojic Collagen Body Cream:কজিক কোলাজেন বডি ক্রিম এটা পুরো শরীর ফর্সা করার নাম করা একটি ক্রিম। এই ক্রিমটি ব্যবহারে বযসের চাপ দূর করে ত্বক করে করে তুলবে মসৃণ, উজ্জ্বল ও নরম। নিয়মিত ব্যবহারে আপনার শরীরের বিভিন্ন কালো ও রোদে পুড়া দাগ দূর করে দিবে। এবং ত্বক কে স্থায়ীভাবে ফর্সা করে তুলবে।
৫। Cosmetics Body Cream NO.1:কসমেটিকস বডি ক্রিম পুরো শরীর ফর্সা করার নাম্বার ওয়ান একটি বডি ক্রিম। এই ক্রিম ব্যবহারে কুচকে যাওয়া ত্বককে টানটান করে তুলবে। এবং ভিতর থেকে স্থায়ীভাবে ফর্সা করে তুলবে। নিয়মিত কয়েকদিন ব্যবহারে আপনার হাত পা ও পুরো শরীর উজ্জ্বল ও কোমল করে তুলবে।
পুরো বডি ফর্সা করার ৮টি প্রাকৃতিক উপায়
১। গোসলর আগে ৩ টি উপাদান বেসন, হলুদের গুঁড়া ও দুধ এক সঙ্গে ভালভাবে মিশিয়ে হাতে,পায়ে ও পুরো শরীর মাখুন। ১৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন।
২। হলুদ বাটা, মধু, চন্দন ও মুলতানি মাটি এইসব গুলো এক চা চামচ করে নিয়ে সাথে এক চামচ গুঁড়া দুধ ভালভাবে মিশিয়ে সপ্তাহে ৩ দিন পুরো শরীরে লাগাবেন।
৩। এক চা চামচ লেবুর রস, এক চা চামচ শসার রস সাথে এক চিমটি হলুদ গুঁড়া মিশিয়ে ভালভাবে মিশ্রণ করে হাতে পায়ে লাগান। পুরো শরীরে লাগাতে চাইলে সব গুলোর পরিমাণ আরো বাড়িয়ে দিতে পারেন।
৪। এক টেবিল চামচ বাদামের তেলের সাথে অ্যালোভেরা জেল এক চা চামচ একত্রে ভালভাবে মিশিয়ে হাত পায়ে ও পুরো শরীরে মাখবেন দিবেন।
৫।পুরো শরীর ফর্সা করার জন্য গোসলের সময় স্ক্রাব দিয়ে পুরো শরীর ঘষবেন। গোসলের পর সারা শরীরে ভ্যাসলিন বা ক্রিম লাগাতে পারেন। গোসলের পর নিভিয়া ভ্যাসলিনের বডি হোয়াইটিনিং ব্যবহারে কার্যকারী ফল পেতে পারেন।
ফর্সা হওয়ার ক্রিম কোনটা ভালো ( কম দামের)
৬। এক কাপ চায়ের লিকার ঠান্ডা হওয়ার পর তার সঙ্গে দুই টেবিল চামচ ময়দা ও আধা চা চামচ মধু মিশিয়ে হাতে,পায়ে ২০ মিনিট লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধোয়ার সময় হালকা একটু ঘষবেন।
৭। শশার রস, গোলাপজল ও গ্লিসারিন একত্রে মিশিয়ে হাতে পায়ে এবংপুরো শরীরে মাখবেন।শরীরের কালচে ভাব এবং দাগ কমানোর জন্য এটি অত্যন্ত কার্যকরি উপায়।
৮। গ্লিসারিনের সঙ্গে লেবুর রস ভালভাবে মিশিয়ে একটি বোতল বা শিশিতে ভরে রাখুন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে মুখ ধোয়ার পর হাতে ও পায়ে ম্যাসাজ করুন। এতে হাত পা ফর্সা হবে।
উপরোক্ত প্রাকৃতিক উপায় গুলোর যে কোন একটি বা দুইটি বা আপনার সাধ্য মত প্রতিদিন ব্যবহার করতে হবে।
[…] আরও পড়ুনঃ ৭ দিনে বডি ফর্সা হওয়ার ক্রিম এর নাম […]
[…] ফর্সা হওয়ার জন্য বডি লোশন নয় বরং ত্বকের সুরক্ষার জন্য বডি লোশন ব্যবহার করা হয়। […]