আমাদের দেশে অনেক রকমের নাইট ক্রিম পাওয়া যায় কিন্তু আপনি জানবেন কিভাবে নাইট ক্রিম কোনটা ভালো? আপনি বিছানায় যাওয়ার সাথে সাথে আপনার ত্বক ক্ষতিগ্রস্ত কোষগুলির যত্ন নিতে শুরু করে। হ্যাঁ, সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত আপনার ত্বককে বিশ্রাম, পুনরুদ্ধার এবং পুনরুজ্জীবিত করার সেরা সময়। আপনার প্রতিদিনের ত্বকের যত্নের রুটিনে যে বিষয়গুলিকে অবহেলা করা উচিত নয় তার মধ্যে একটি হল রাতের ত্বকের যত্ন। ঘুমানোর আগে ভালো নাইট ক্রিম ব্যবহার করতে ভুলবেন না।
নাইট ক্রিম ত্বকের সারাদিন ধরে হারিয়ে ফেলা আর্দ্রতা ফিরিয়ে আনে, কোলাজেনের কর্মক্ষমতা বাড়ায়। ফলে পরদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার ত্বককে একেবারে ঝলমলে উজ্জ্বল আর তরতাজা দেখা।
আমরা পাঁচটি সেরা নাইট ক্রিমের একটি তালিকা একসাথে রেখেছি যা আপনাকে প্রতিদিন সকালে উজ্জ্বল এবং উজ্জ্বল দেখতে ঘুম থেকে উঠতে সাহায্য করবে।
ত্বকের জন্য নাইট ক্রিম কোনটা ভালো
১. Mamaearth Overnight Repair Face Cream
মামাআর্থ ওভারনাইট রিপেয়ার ফেইস ক্রিম স্কিন রিপেয়ারিং এর জন্য রাতের ফেইস ক্রিম হিসেবে মামাআর্থ ওভারনাইট রিপেয়ার ফেইস ক্রিমটি খুবই ভালো একটি অপশন।
কী কী উপাদান আছে এতে?
সিলিকন এবং প্যারাবেন ফ্রি এই ফেইস ক্রিমটিতে আছে আমাদের ত্বকের জন্য উপকারী দারুণ সব ইনগ্রিডিয়েন্টস। যেমন-
- শিয়া বাটার
- অ্যালমন্ড অয়েল
- ডেইজি ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট
- স্যাফরন এক্সট্র্যাক্ট
- গ্লিসারিন
- অ্যাকুয়া
ক্রিমটির কার্যকারিতা
- এই ফেইস ক্রিমটিতে থাকা শিয়া বাটারে আছে ভিটামিন-ই, যা ত্বককে করে উজ্জ্বল এবং মসৃণ। আর শিয়া বাটারের অ্যান্টি ব্যাকটরিয়াল প্রোপার্টিজ ত্বককে ব্রণ কিংবা একনের মতো সমস্যা থেকে দূরে রাখে।
- নাইট ক্রিমটিতে থাকা অ্যালমন্ড অয়েল ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ত্বকের আনইভেন টোন দূর করার পাশাপাশি ত্বক ব্রণ মুক্ত রাখতেও অ্যালমন্ড অয়েল খুবই উপকারী।
- ত্বকের পরিচর্যায় স্যাফরন বা জাফরানের জুড়ি নেই। নাইট ক্রিমটিতে থাকা স্যাফরন এক্সট্র্যাক্ট ত্বকের পিগমেন্টেশন দূর করে এবং স্পট রিমুভিং এ কাজ করে থাকে।
- ডেইজি ফুলের নির্যাসে আছে মেলানিন প্রতিরোধক গুণ, যা ত্বকে অতিরিক্ত মেলানিন উৎপাদন কমিয়ে দেয়।
- ত্বককে সফট এবং হাইড্রেটেড রাখতে এই ফেইস ক্রিমটিতে রয়েছে গ্লিসারিন।
যারা ত্বকের যত্নে সুদিং স্মেল এবং লাইট ফর্মুলা পছন্দ করেন তাদের জন্য এই ফেইস ক্রিমটি খুবই ভালো একটি অপশন।
২. Simple Kind To Vital Vitamin Night Cream
আমরা কমবেশি সবাই সিম্পল এর প্রোডাক্ট ব্যবহার করে থাকি, আর বাজেট ফ্রেন্ডলি হওয়ায় সবার খুবই পছন্দের। আর সব ধরনের ত্বকের জন্য উপযোগী এই নাইট ক্রিমে আছে ত্বকের জন্য বিভিন্ন উপাদান।
কী কী উপাদান আছে এতে?
- ভিটামিন বি -৫
- ভিটামিন ই
- ল্যাকটিক এসিড
- সোডিয়াম ল্যাকটেড
- হাইড্রোঅক্সাইড গ্লিসারিন
ক্রিমটির কার্যকারিতা
- এতে থাকা ভিটামিন বি-৫ ত্বককে করে সফট এবং স্মুদ।
- এই নাইট ক্রিমটি ত্বকের হাইপারপিগমেন্টেশন, এইজ স্পট দূর করে ত্বকের আনইভেন টোন ঠিক করতে সাহায্য করে।
- ত্বককে রাখে হাইড্রেটেড এবং ময়েশ্চারাইজড।
- খুবই লাইট ফর্মুলা হওয়ায় স্কিনকে ময়েশ্চারাইজড করে কোনো তেলতেলে ভাব ছাড়াই।
৩. SOME BY MI Yuja Niacin Brightening Sleeping Mask
ইউজা হচ্ছে এক ধরনের সিটরাস বা অম্ল জাতীয় ফল, যা কোরিয়াতে বিশেষ ভাবে প্রচলিত। আর এই ইউজা নির্যাস থেকে তৈরি হয়েছে এইব্রাইটেনিং স্লিপিং মাস্ক, যা নাইট ক্রিম হিসেবে খুবই জনপ্রিয়। আর ফেইস ক্রিমটির নাম শুনেই বুঝা যাচ্ছে, ত্বক উজ্জ্বল করতে এটি বিশেষ ভাবে কার্যকরী।
কী কী উপাদান আছে এতে?
এই ব্রাইটেনিং স্লিপিং মাস্কে আছে প্রাকৃতিক গুণাগুণ সমৃদ্ধ বিভিন্ন উপাদানের নির্যাস এবং অ্যাকটিভ ইনগ্রিডিয়েন্টস। এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ইনগ্রিডিয়েন্টস হলো-
-
- ইয়ুজা এক্সট্র্যাক্ট (৭০%)
- নিয়াসিনামাইড
- জোজোবা সিড অয়েল
- আরবুটিন
- বায়োটিন
- পিপারমেন্ট লিফ অয়েল
- ১২ প্রকার মাল্টি ভিটামিন
৪. The Body Shop Vitamin E Night Cream
নাইট ক্রিম হিসেবে ‘দ্য বডি শপ ভিটামিন ই নাইট ক্রিম’ দারুণ কার্যকরী। এবার জেনে নেওয়া যাক, এর উপাদান এবং কার্যকারিতা সম্পর্কে।
কী কী উপাদান আছে এতে?
সব ধরনের ত্বকের জন্য স্যুটেবল এই নাইট ক্রিমটিতে আছে ত্বকের জন্য উপযোগী বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস। যেমন-
- ভিটামিন ই
- হায়ালুরনিক এসিড
- হুইট অয়েল
- কোকোয়া বাটার
- অ্যাকুয়া
- গ্লিসারিন
ক্রিমটির কার্যকারিতা
১। ভিটামিন ই যুক্ত এই ক্রিমটি খুবই হাইড্রেটেড একটি নাইট ক্রিম। এটি ত্বকের ময়েশ্চারকে লক করে এবং ইউভি ড্যামেজ থেকে ত্বককে সুরক্ষা দেয়।
২। ক্রিমটিতে থাকা হায়ালুরনিক এসিড ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বকের ফাইনলাইনস এবং রিংকেল দূর করতে সাহায্য করে।
৩। এতে থাকা হুইট যার্ম অয়েল আমাদের ত্বকের একনে, পিগমেন্টেশন এবং ডার্ক স্পট দূর করতে খুবই কার্যকরী।
৪। ক্রিমটিতে থাকা কোকোয়া বাটারে আছে প্রচুর পরিমাণে ফ্যাটি এসিড, যা আমাদের স্কিন ব্যারিয়ারকে ইম্প্রুভ করে এবং ইলাস্টিসিটি বাড়ায়। যা আমাদের ত্বককে করে সুন্দর এবং ময়েশ্চারাইজড।
৫। ক্রিমটির সব ইনগ্রিডিয়েন্টস ত্বককে ভেতর থেকে রিপেয়ার করে, যার ফলে ত্বক হয় উজ্জ্বল।
আর নন গ্রিসি ফর্মুলার এই নাইট ক্রিমটি সব স্কিন টাইপের জন্য স্যুটেবল।
৫. The Body Shop – Aloe Soothing Night Cream
ত্বকের যত্নে অ্যালভেরা গুণের শেষ নেই। আর যদি নাইট টাইম স্কিন কেয়ারেও থাকে অ্যালোভেরা তাহলে কথাই নেই। অ্যালোভেরা সমৃদ্ধ দারুণ একটি নাইট ক্রিম হচ্ছে দ্য বডিশপ অ্যালো সুদিং নাইট ক্রিম ।
কী কী উপাদান আছে এতে?
সেনসেটিভ স্কিনের জন্য বিশেষভাবে উপযোগী এই নাইট ক্রিমটি সম্পূর্ণ অ্যালকোহোল ফ্রি। এই নাইট ক্রিমে আছে আমাদের ত্বকের জন্য উপকারী সব উপাদান। এর মধ্যে প্রধান কিছু উপাদান হচ্ছে-
- অ্যালোভেরা জেল
- সিসেমে অয়েল
- গ্লিসারিন
ক্রিমটির কার্যকারিতা
- ক্রিমটিতে থাকা অ্যালোভেরা জেল ত্বককে করে সফট এবং ময়েশ্চারাইজড। আর আমাদের ত্বকের সানট্যান বা রোদে পোড়া ভাব দূর করতে অ্যালোভেরা ভীষণ কার্যকরী।
- সেনসেটিভ ত্বকের জন্য বিশেষভাবে তৈরি হওয়ায় ত্বকে কোনো রকম ইরিটেশন বা সমস্যা হয়না।
- সিসেমে অয়েলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রোপার্টি ত্বককে রাখে ব্রণমুক্ত এবং এবং ব্রণের দাগ দূর করতে সাহায্য করে।
- ত্বককে হাইড্রেটেড করে এবং একনে স্কার, সানট্যান দূর করে। ফলে আমাদের ত্বক হয় উজ্জ্বল।
আশা করছি, নাইট টাইম স্কিন কেয়ারের প্রতি সবাই যত্নবান হবেন। কেননা প্রতিদিনের এই যত্নই আপনার ত্বককে করবে কোমল এবং উজ্জ্বল। নাইট ক্রিম কোনটা ভালো এই প্রশ্নের উত্তর আশাকরি সবাই বুঝতে পারছেন। এই সবগুলো ক্রিম আপনি দারাজ বা সাজগোজ থেকে পেয়ে যাবেন।
Do you have a spam problem on this blog; I also am
a blogger, and I was curious about your situation; many of
us have developed some nice methods and we are looking to exchange strategies with other folks, why
not shoot me an email if interested.
[…] এটি করা ভালো। কোকোয়া বাটার ব্যবহারে ত্বকের উজ্জ্বলতাও […]