দাউদের সবচেয়ে ভালো মলম 100% কার্যকরী

দাউদ হয়নি এমন মানুষ পাওয়া যাবে বলে আমার মনে হয় না, প্রায় ৯৯% মানুষের জীবনে একবার হলেও দাউদ হয়েছে। তবে কিছু মানুষের এই দাউদের পরিমাণ এত বেশি যে তারা এখনও এই সমস্যায় ভুগছে।

বর্তমানে বাজারে দাউদ এর জন্য বেশ কিছু মলম পাওয়া যাবে এছাড়াও হকারদের কাছ থেকে বিভিন্ন রকমের দাউদের মলম পেয়ে যাবেন। এখন এই সকল মলমের মধ্যে সঠিক মলম বাছাই না করলে দাউদ ভালো হবে না শুধু টাকা নষ্ট হবে। চলুন আপনাদের সাথে আজকে সঠিক মলমের নাম এবং বাবহারের নিয়ম শেয়ার করি,

দাউদের সবচেয়ে ভালো মলম ও বাবহারের নিয়ম 

#1. Gacozema

Gacozema

Gaco Pharmaceuticals Ltd. এর এই মলম বর্তমানে বাজারে সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়াও এই মলম দাউদের জন্য খুবই কার্যকরী। যারা একবার এই মলম ব্যবহার করেছে তারা সবাই এটি দেওয়ার কথা বলছে যার জন্য প্রতিটি ফার্মেসীতে এখন এই মলম পাওয়া যাচ্ছে। আপনার যদি দীর্ঘদিনের দাউদের সমস্যা থেকে থাকে তাহলে এই মলমটি ব্যবহার করে দেখতে পারেন। আশাকরব আপনি উপকার পাবেন।

Gacozema ব্যবহারের নিয়ম

  • ক্ষতস্থান গরম পানিতে খুব ভাল করে ধুয়ে ফেলুন।
  • তারপর শুকনো ক্ষতস্থানে অল্প পরিমাণে মলম লাগিয়ে দিন (ক্ষতের বাইরে লাগাবেন না)।
  • মলম দিনে একবার, প্রয়োজনবোধে বা চিকিৎসকের পরামর্শ অনুসারে দুইবার ক্ষত না সারা পর্যন্ত নিয়মিতভাবে ব্যবহার করুন।
  • ক্ষত সেরে যাবার পর সম্পূর্ণভাবে আরোগ্য হওয়ার জন্য ৩-৪ দিন পর্যন্ত সামান্য পরিমাণ ব্যবহার করুন।

#2. Gaxoma Ointment

Pharmik Laboratories Ltd. এর মলটি গেকোজিমা মলমের মতই কার্যকরী। বাজারে যদি Gacozema মলমটি না পাওয়া যায় তাহলে নিশ্চিন্তে আপনি এই অইন্টমেন্ট ব্যবহার করতে পারেন। অথবা আপনি যদি মলম দিতে না চান তাহলে অইন্টমেন্ট হিসেবে এটি ব্যবহার করুন। নিচে এর ব্যবহারের নিয়ম দেওয়া হলোঃ

  • ক্ষতস্থান গরম পানিতে খুব ভাল করে ধুয়ে ফেলুন।
  • তারপর শুকনো ক্ষতস্থানে অল্প পরিমাণে মলম লাগিয়ে দিন (ক্ষতের বাইরে লাগাবেন না)।
  • মলম দিনে একবার, প্রয়োজনবোধে বা চিকিৎসকের পরামর্শ অনুসারে দুইবার ক্ষত না সারা পর্যন্ত নিয়মিতভাবে ব্যবহার করুন।
  • ক্ষত সেরে যাবার পর সম্পূর্ণভাবে আরোগ্য হওয়ার জন্য ৩-৪ দিন পর্যন্ত সামান্য পরিমাণ ব্যবহার করুন।
আরও পড়ুন  হাতের চামড়া উঠার ক্রিম ( ঘরোয়া সমাধান)

#3. Alzema Ointment 

এই অইন্টমেন্ট তৈরি করেছে Albion Laboratories Limited বর্তমানে বাজারে যদি কনো ঔষধের দাম কম থাকে তাহলে তাদের ঔষধের দাম সবচেয়ে কমে পাওয়া যায়, যার ফলে আমি তাদের একটু বেশি পছন্দ করি। এই অইন্টমেন্ট উপরের দুইটির মতো একই উপাদানে তৈরি করা হয়েছে তাই নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন।

Alzema Ointment ব্যবহারের নিয়ম 

  • ক্ষতস্থান গরম পানিতে খুব ভাল করে ধুয়ে ফেলুন।
  • তারপর শুকনো ক্ষতস্থানে অল্প পরিমাণে মলম লাগিয়ে দিন (ক্ষতের বাইরে লাগাবেন না)।
  • মলম দিনে একবার, প্রয়োজনবোধে বা চিকিৎসকের পরামর্শ অনুসারে দুইবার ক্ষত না সারা পর্যন্ত নিয়মিতভাবে ব্যবহার করুন।
  • ক্ষত সেরে যাবার পর সম্পূর্ণভাবে আরোগ্য হওয়ার জন্য ৩-৪ দিন পর্যন্ত সামান্য পরিমাণ ব্যবহার করুন।

#4. Millat malam Ointment

৬ টাকা মূল্যের ৬.৫ গ্রাম ওজনের এই Ointment তৈরি করেছে Millat Pharmaceuticals Ltd.। এটা মনে করার কোনো কারণ নেই দাম কম বলে কার্যকারিতা কম হবে। এর কারণ উপরের প্রত্যেকটি মলমের মতো এটিও একই উপাদানে তৈরি হয়েছে । অন্য গুলো ৩৫/৪৫ টাকা করে হলেও এই মলমটি পাচ্ছেন মাত্র ৬ টাকায়। তবে এটির দাম কম হওয়াতে বেশিরভাগ জায়গায় খুঁজে পাবেন না। লাভ কম হওয়াতে দোকানদার এটি রাখতে চাইবে না কিন্তু একটু খুজলেই পেয়ে যাবেন।

Millat malam Ointment ব্যবহারের নিয়ম

  • ক্ষতস্থান গরম পানিতে খুব ভাল করে ধুয়ে ফেলুন।
  • তারপর শুকনো ক্ষতস্থানে অল্প পরিমাণে মলম লাগিয়ে দিন (ক্ষতের বাইরে লাগাবেন না)।
  • মলম দিনে একবার, প্রয়োজনবোধে বা চিকিৎসকের পরামর্শ অনুসারে দুইবার ক্ষত না সারা পর্যন্ত নিয়মিতভাবে ব্যবহার করুন।
  • ক্ষত সেরে যাবার পর সম্পূর্ণভাবে আরোগ্য হওয়ার জন্য ৩-৪ দিন পর্যন্ত সামান্য পরিমাণ ব্যবহার করুন।

অনেকেই ভাবছেন সবগুলো মলমের ব্যবহারের নিয়ম একই কেন? এর কারণ এখানে সব মলম একই উপাদানে তৈরি হয়েছে তাই স্বাভাবিক ভাবেই এর ব্যবহারের নিয়ম একই থাকবে।

আরও পড়ুন  সকালের নাস্তার তালিকা, যা যা খাবেন
We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo