ডোমেইন হোস্টিং কী? ডোমেইন হোস্টিং-এর দাম কত

ডোমেইন কি? ডোমেইন মূলত একটি নাম। তবে এ নামের দুইটা অংশ থাকে। যেমন amarsikkha.com এখানে amarsikkha ব্রান্ড এর নাম এবং .com এটি TLD এর নাম। অর্থাৎ ব্রান্ড+TLD=একটি পরিপূর্ণ ডোমেইন নেম। তবে ডােমেইন এমন একটি নাম যেটা একসাথে একাধিক জন ব্যবহার করতে পারবে না। শুধু ডোমেইন নাম নয়। এর পেছনেও এর বিস্তার আছে। আমরা যে নামটি দেখি তার পেছনে আছে একটি IP. IP টিকে নামে রূপান্তর করতেই মূলত ডোমেইন নেম ব্যবহার কবার হয়। যেমন Google একটি ডোমেইন এবং এর IP 172.217.167.142. আপনি যদি google.com এ ভিজিট না করে 172.217.167.142 এই IP তে ভিজিট করেন তাহলেও আপনি google.com এ যাবেন।

হোস্টিং কি? 

হোস্টিং মূলত একটা জায়গা বা স্পেস। যেখানে আপনি আপনার ওয়েবসাইট টি রাখবেন। আপনি চাইলে আপনার ব্যবহৃত PC কেও হোস্টিং এ রূপান্তর করতে পারেন। তবে সেক্ষেত্রে সব সময় আপনার PC টি চালু রাখতে হবে। যা আপনাদের বা আমাদের পক্ষে অসম্ভব। অনেক ক্ষেত্রে সম্ভব হলেও আপনি হোস্টিং সাভারের মতো দক্ষতা বা পারফারমেন্স পাবেন না। করণ আপনি আমি যে PC গুলো ব্যবহার কনি সেগুলো সাধারণ কম্পিউটার। আর হোস্টিং এর জন্য যে সার্ভারগুলো ব্যবহার করা হয় সেগুলো হোস্টিং এর জন্যই তৈরী এবং এগুলো দক্ষতা সাধারণ কম্পিউটারের থেকে হাজার গুণ বেশি।

মনে করুণ আপনি ফোন নাম্বার (ডোমেইন) কিনলেন। আপনি কেনার পর সেটি ব্যবহার বা স্বচল করার জন্য অবশ্যই একটি মোবাইল ফোন (হোস্টিং) লাগবে। মোবাইল ফোন ছাড়া যেমন সিম স্বচল রাখা সম্ভব না , তেমনি হোস্টিং ছাড়া আপনার ডোমেই স্বচল রাখা সম্ভবনা। তবে আপনি যেমন একটি ফোনে একাধিক সিম ব্যবহার করতে পারেন। হোস্টিং এর ক্ষেত্রেও একটি হোস্টিং এ একাধিক ডোমেইন ব্যবহার করতে পারবেন।

ডোমেইন ও হোস্টিং কোথায় থেকে নিবেন?

আপনি চাইলেই বিদেশী যে কোন বিশ্বস্ত কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং নিতে পারেন। তবে এর জন্য দরকার ইন্টার ন্যাশনাল পেমেন্ট ম্যাথড। এছাড়া এখানে কথা বলতে হবে ইংরেজীতে। যেটাতে আমরা জন্মগতভাবে দূর্বল । যার ফলে আমরা আমাদের সমস্যা সঠিক ভাবে তাদের বুঝাতে পারবো না।

আরও পড়ুন  বাংলাদেশের জনপ্রিয় ডেটিং অ্যাপ ও সাইট ২০২৫

আপনি যদি এই সমস্যা গুলো থেকে মুক্তি পেতে চান এবং পাশাপাশি খুবই ভালো মানের সার্ভিস দেশেই পেয়ে যান তাহলে আর বিদেশী কোম্পানির থেকে নিবেন কেনো? সর্বোচ্চ মানের গ্রাহক সেবার নিশ্চয়তার সাথে Domain & hosting দিয়ে আসছে আমাদের দেশীয় কোম্পানি Putulhost আপনি চাইলে তাদের সার্ভিস নিতে পারেন। বা সার্ভিস টেস্ট করার জন্য ট্রায়েলও নিতে পারেন।

আশা করছি ডোমেইন হোস্টিং কী সেটি বুঝতে পারছেন। ধন্যবাদ।

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo