ছুটি মঞ্জুরের জন্য আবেদন (Bangla & in English

আমরা অনেক সময় বিভিন্ন কারণে অফিসে বা স্কুল, কলেজে ছুটির জন্য আবেদন করে থাকি তবে ছুটি মঞ্জুরের জন্য আবেদন না করলে হয়তো ছুটি দিবে না। আজকে আমরা শেখাব কিভাবে আবেদন করলে সহজেই আপনার আবেদন গ্রহণ করবে।

কিছু টিপস অনুসরন করুন দেখবেন আপনাকে ছুটি অবশ্যই দিবে, এছাড়াও আপনার যদি পরিচিত কেউ থাকে তাকে আপনার ছুটির জন্য রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারেন তাহলে দ্রুত ছুটি মঞ্জুর করবে।

ছুটি মঞ্জুরের জন্য আবেদন ( বাংলা) 

মনে করো, তোমার নাম সেলিম চৌধুরী। তোমার বিদ্যালয়ের নাম জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়। অসুস্থতার জন্য তুমি তিন দিন বিদ্যালয়ে যেতে পারনি। অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য আবেদনপত্র। 

২৪/০৪/২০২৪
বরাবর
প্রধান শিক্ষক
জয়পুর সরোজিনী উচ্চ বিদ্যালয়
ছাগলনাইয়া, ফেনী।

বিষয়: অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি গত ২১/০৪/২০২৪ থেকে ২৩/০৪/২০২৪ এ তিন দিন বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, অনুগ্রহপূর্বক আমাকে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

বিনীত নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
সেলিম চৌধুরী
শ্রেণি- ৯ম, শাখা- মানবিক
রোল- ৭

বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র

বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি? পরের দিন ক্লাসে গেলেই হয়তো ক্লাস শিক্ষক আপনাকে কারণ জিজ্ঞাসা করবে। কিন্তু কী বলবেন? অসুস্থ ছিলাম? অধিকাংশ ক্ষেত্রেই শিক্ষক এটি মেনে নিতে চাইবেন না। তাই, একটি অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র লিখে সেটির সঙ্গে পর্যাপ্ত প্রমাণপত্র যুক্ত করে জমা দিতে হবে।

এতে করে, শিক্ষক আপনার দরখাস্তটি মঞ্জুর করবেন এবং আপনাকে ছুটি দিবেন। এজন্য, আপনি নিচে উল্লেখ করে দেয়া আবেদন পত্র লেখার নমুনাটি অনুসরণ করে একটি আবেদন পত্র লিখতে পারেন।

তারিখ : ১৬-১২-২০২৩
বরাবর
রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ
রংপুর সদর, রংপুর
বিষয় : বিদ্যালয়ে অনুপস্থিটির জন্য ছুটির আবেদন

আরও পড়ুন  বাংলাদেশের সংবিধান সম্পূর্ণ pdf ডাউনলোড

জনাব,
সবিনয় নিবেদন এই যে,  আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। হঠাৎ অসুস্থতার কারণে গত ১৩-১২-২৩ খ্রিঃ তারিখ হতে ১৫-১২-২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত আমার পক্ষে বিদ্যালয় আসা সম্ভব হচ্ছিলো না। আজ একটু সুস্থতা বোধ করায় আমি বিদ্যালয় এসেছি।

অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন এই যে, আমাকে অনুগ্রহপূর্বক ০৩ তিন দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ ফারহান ইসলাম
রোল নং : ০১
শ্রেণি : দশম
শাখা : বিজ্ঞান

কলেজে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন পত্র

কলেজে উপস্থিত হতে না পারলে অবশ্যই একটি ছুটির আবেদন পত্র লিখে জমা দিতে হবে। ছুটির আবেদন পত্র লিখতে না পারলে নিচে উল্লিখিত ছুটির আবেদন পত্র লেখার নিয়ম অনুসরণ করতে পারেন।

তারিখ : ১৬-১২-২০২৩
বরাবর
রংপুর ক্যান্ট পাবলিক স্কুল ও কলেজ
রংপুর সদর, রংপুর
বিষয় : কলেজে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

জনাব,
সবিনয় নিবেদন এই যে,  আমি আপনার কলেজের দ্বাদশ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। হঠাৎ অসুস্থতার কারণে গত ১৩-১২-২৩ খ্রিঃ তারিখ হতে ১৫-১২-২৩ খ্রিঃ তারিখ পর্যন্ত আমার পক্ষে কলেজে উপস্থিত থাকা এবং ক্লাস করা সম্ভব হচ্ছিলো না। আজ একটু সুস্থতা বোধ করায় আমি কলেজ এসেছি।

অতএব, জনাবের নিকট বিনীত নিবেদন এই যে, আমাকে অনুগ্রহপূর্বক গত ০৩ দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।

নিবেদক
আপনার একান্ত অনুগত ছাত্র
মোঃ ফারহান ইসলাম
রোল নং : ০১
শ্রেণি : দ্বাদশ
শাখা : বিজ্ঞান

উপরোক্ত দরখাস্ত লেখার নিয়মটি অনুসরণ করে একটি দরখাস্ত লিখে জমা দিলে আপনার কলেজের প্রধান শিক্ষক অথবা ক্লাস শিক্ষক আপনার ছুটি মঞ্জুর করে দিবেন। অসুস্থ থাকার কারণে দরখাস্ত লেখার সময় অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন যুক্ত করবেন।

অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন

যারা অফিসে অগ্রিম ছুটির আবেদন করতে চান তারা নিচের নিয়মে খুব সহজেই অফিসে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন করতে পারবেন।

আরও পড়ুন  ১০০+ ফেসবুক স্ট্যাটাস ক্যাপশন বাংলা - Facebook Caption Bangla

তারিখ: ০৮/১০/২০২৩

বরাবর ,
ম্যানেজার , এইচ. আর এন্ড এডমিন
জেে.এ. ট্রিমিংস লিমিটেড
৪১৭-৪১৮ তেজগাঁও শি/এ
ঢাকা-১২০৮

বিষয়: অনুপস্থিত জনিত কারণে ছুটি মঞ্জুর করার আবেদন।

জনাব, সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার কোম্পানির স্টোর ম্যানজার পদে কর্মরত একজন নিয়মিত সদস্য। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার কারণে গত ০৪/১০/২০২৩ তারিখ থেকে ০৭/১০/২০২৩ তারিখ পর্যন্ত অফিসে উপস্থিত থাকতে পারিনি। যার কারণে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত।

আপনার কাছে আমার বিনীত আবেদন এই যে আমাকে অনুগ্রহ করে এই চার দিনের ছুটি মঞ্জুর বাধিত করবেন।

নিবেদক
শওকত ইসলাম

ছুটি মঞ্জুরের জন্য আবেদন in English 

Suppose, Your name is Minhajul Islam and your school is comilla Zilla School. You had been ill May 17 to 24 and could not attend the classes. Now write application to the principal or Headmaster of your school or madrasah leave of absense.

Date: 25 May, 2022

The Headmaster,
Seba school and college,
Tahirpur, Sunamganj

Subject: Application for leave of absence.

Dear sir,
Most humbly I, beg to state that I had been sick from fever since May 17 to May 24 for which I could not attend class for those days. I have attached the medical certificate given by my physician.
I, therefore, hope that you would kindly grant me leave of absence for the mentioned days only and oblige me thereby.

I remain Sir,
Your most obedient student
Fakhrul Islam
Clas ;

3 Comments
  1. Reply
    ছুটি মঞ্জুরের জন্য আবেদন July 13, 2024 at 8:49 PM
  2. Reply
    আবেদন পত্র লেখার নিয়ম বাংলা (চাকরির জন্য) - Amar Sikkha September 19, 2024 at 2:37 PM

    […] ছুটি মঞ্জুরের জন্য আবেদন (Bangla & in English […]

  3. শিক্ষকের কাছে আবেদন (যেমন, ছুটি চেয়ে)।

Leave a reply

Amar Sikkha
Logo