বর্তমানে অনলাইন থেকে ইনকাম করার জন্য গুগল এডসেন্স সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। অনলাইনে কাজ করে অথচ গুগল এডসেন্স এর নাম শুনেনি এমন মানুষ নেই। কিন্তু কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব? জানেন কী এর সঠিক নিয়ম কি। আজকে আমরা আপনাদের এই প্রশ্নের উত্তর দিব।
প্রযুক্তির দিনে গুগল এডসেন্স থেকে আয় করা খুবই সহজ হলেও অনেকেই বিভিন্ন ভুল করার কারনে তাদের একাইন্ট বন্ধ করে দেওয়া হয়। গুগল তাদের নিয়ম নীতি খুবই কঠোরভাবে পালন করে থাকে। চলুন আমরা আপনাদের প্রশ্নের সঠিক উত্তর জেনে নেই।
কিভাবে গুগল এডসেন্স একাউন্ট খুলব
সম্পূর্ণ ভাবে AdSense এর Account বানানোর ৩ টি মূল ভাগ রয়েছে –
১) Sign up for AdSense
২) Add AdSense Ad Code to your Blog
৩) Wait for Account Review Process
Google AdSense account
১. সাইন আপ
প্রথমে এই ওয়েবসাইটে প্রবেশ করুন ক্লিক এরপর সেখান থেকে সাইনআপ অপশনে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য যেমন আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ওয়েবসাইট ইউআরএল ইত্যাদি দিয়ে খালি ঘরগুলো পূর্ণ করুন।
২. আপনার ওয়েবসাইট বা ব্লগে অ্যাড কোড বসান
এই কাজটি আপনি পরে করলেও হবে। তবে আপনি যদি মনে করেন করবেন তাহলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা শেষ হলে আপনাকে একটি অটোঅ্যাড কোড দিবে সেটি কপি করে নিন এবং আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট গিয়ে থিম এডিট অপশনে যান আর (<Head></Head>) এর মাঝে যেকোনো জায়গায় পোস্ট করুন।
৩. এবার আপনার একাউন্ট টি রিভিউ করতে এপ্লাই করে দিন। এখন আপনার কাজ শেষ Approved হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
অ্যাডসেন্স অ্যাড্রেস কিভাবে লিখব
অনেকেই অ্যাডসেন্স এর অ্যাড্রেস লিখতে জানেন না বা লিখতে জানলেও ভেবে ঠিক করতে পারেন না। তাই আজকে আমরা আপনাদের দেখাবো কিভাবে অ্যাডসেন্স এর অ্যাড্রেস লিখবেন।
AdSense Address এর দুইটি ধাপ থাকে
প্রথম ধাপ:
প্রথম ধাপে আপনি আপনার মূল ঠিকানাটি দিবেন যেমন আমার ঠিকানা: গ্রাম:__ পোস্ট অফিস সাথে কোড:__ । আর কিছু না দিলেও চলবে এখানে পোস্ট অফিস এবং পোস্ট কোড খুবই গুরুত্বপূর্ণ এটি ছাড়া আপনি অ্যাডসেন্স ফেরিফাই করতে পারবেন না। অ্যাডসেন্স অ্যাড্রেস যেভাবে লিখবেন তাহলে। উদাহরণ:
Link 1: নাওজর বাজার, গাজীপুর – ১৭০২
_______________________________
Link 2: ঢাকা, বাংলাদেশ (আপনার ফোন নাম্বার দিতে পারেন)
_______________________________
অবশ্যই সবকিছু ইংরেজিতে লিখবেন।
গুগল এডসেন্স একাউন্ট খুলতে আপনাকে মূলত চারটি জিনিসের প্রয়োজন হবে:
১) Gmail ID – একটি গুগল আইডি যেটা দিয়ে এডসেন্স একাউন্ট বানানো যাবে।
২) Mobile Number – একটি মোবাইল নম্বর দিতে হবে যেটাকে ভেরিফাই করা হবে।
৩) Valid Address Proof – আপনার পেমেন্ট এড্রেস প্রূফ যেখানে Verification Pin চিঠি পাঠানো হবে।
৪) Blog / Website – এখানে এডসেন্সের দ্বারা বিজ্ঞাপন দেখানো হবে।
যদি আপনার কাছে ওপরে বলা জিনিস গুলো রয়েছে তাহলে অবশই একটি এডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তবে এডসেন্স একাউন্ট খোলার নিয়ম জানার আগেই আপনার জেনে নিতে হবে “এডসেন্স এর জন্যে Apply কখন করতে হয়“.
AdSense এর জন্যে কখন apply করতে হয় ?
একটি ব্লগ বানিয়েই সেটাকে Design করে সেখানে কিছু আর্টিকেল পাবলিশ করার পর থেকেই কিছু না দেখেই আমরা এডসেন্স একাউন্ট এর জন্য এপ্লাই করতে শুরু করি। আর এটাই কারণ যার ফলে আমরা আমাদের এডসেন্স একাউন্ট তৈরি করলেও ওয়েবসাইটগুলো অ্যাপ্রূভ হয়না।
অরগানিক ভিজিটর আসার আগে পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপর আবেদন করুন।
Google AdSense এর জন্যে Apply করার আগে নিচে দেওয়া বিষয় গুলো অবশই দেখুন:
আপনার Blog এর মধ্যে কম করে হলেও ২৫ থেকে ৩০ টি আর্টিকেল থাকতে হবে। যদি ব্লগে একাধিক ক্যাটাগরি থাকে তাহলে প্রত্যেক ক্যাটাগরিতে কম করে হলেও ৫ টি করে আর্টিকেল যাতে থাকে। এমনিতে বলা হয় যে AdSense Account এর জন্য Apply করার ক্ষেত্রে ওয়েবসাইটে Traffic কত রয়েছে সেটা দেখা হয়না। তবে আমি বলবো যখন আপনার ব্লগে প্রত্যেক দিন কম করে হলেও ২০০ থেকে ৩০০ সার্চ ইঞ্জিন ট্রাফিক আসতে শুরু হবে কেবল তারপর একাউন্ট তৈরি করুন।
আপনার ব্লগে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পেজ যেমন “About us”, “Contact us”, “Privacy policy” Copyright Policy, Terms of Service, Sitemap থাকতেই হবে। এডসেন্স এর প্রোগ্রাম নীতি গুলোর বিষয়ে জানুন এবং সেগুলোর লঙ্ঘন যাতে না হয়।
[…] is appealing for publishers looking to switch from AdSense to header bidding, especially if they find it challenging to meet the criteria of other header […]
[…] transaction capabilities, Standard Chartered Bank provides a hassle-free process for receiving AdSense payments in Bangladesh. The bank’s user-friendly online banking interface and responsive […]
Don