মানুষের সবসময় ভালো যায় না মাঝে মাঝে কিছু সময় খারাপও যায়। আজকের পোস্ট থেকে খারাপ সময় নিয়ে উক্তি সম্পর্কে জানতে পারেন।
এসব উক্তি আপনারা কপি করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করতে পারবেন। আশাকরব আপনাদের কাছে সবগুলো উক্তি পছন হবে।
খারাপ সময় নিয়ে উক্তি বাংলা
১. আমি বিশ্বাস করি, আমার জীবনের খারাপ সময়গুলি ভালো সময়ের দিকে এগিয়ে নিয়ে যাবে।
২. খারাপ সময় আমাদেরকে বেশ কয়েকটি শিক্ষা দেয়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটির একটি হল ধৈর্য আর অন্যটি হল মানুষ চেনার শিক্ষা ।
৩. খারাপ সময় মানুষকে হতাশ করে দেয়৷ একদম ভেতর তেকে দুমড়ে মুচড়ে দেয়৷ তবুও আমাদের জীবনে খারাপ সময় আসাটাও প্রয়োজনীয়৷ কারণ আগুনে পুড়েই স্বর্ণ নিখাদ হয়৷
৪. সময় একটা ভাল মুছনি। এটা সব দুঃখ কষ্ট মুছে দেয়৷ কিন্তু এজন্য অবশ্যই সময়ের সদ্ব্যবহার করতে হবে। হোক সেটা খারাপ সময় কিংবা ভাল সময়৷
৫. খারাপ সময় তোমাকে কষ্ট দিবে, দুঃখ দিবে সঙ্গে কিছু শিক্ষাও দিবে। এই শিক্ষাগুলো গুরুত্বপূর্ণ। পরবর্তী জীবনে এই শিক্ষাগুলো তোমাকে অন্যদের থেকে খানিকটা এগিয়ে রাখবে।
৬. ভাল সময়কে গুরুত্ব দিন, কাজে লাগান। আর খারাপ সময়ের জন্য সঞ্চয় করুন। তাহলে খারাপ সময়ে অন্তত আত্ন- নির্ভরশীল থাকতে পারবেন৷
৭. সময় বদলে যায়। ভাল থেকে খারাপ হয় কিংবা খারাপ থেকে ভাল হয়। সময় অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, ভোগ করতে হবে৷ তাহলেই আপনি জীবনে সফল হতে পারবেন৷
৮. খারাপ সময় আসবে আবার একসময় চলেও যাবে। তাই হতাশ হবেন না৷ কাজ করুন, সৎ থাকুন।
৯. প্রতিটি আজকের দিনের জন্য বিজয়ী হও। আজকের দিনের সেরাটা দাও। আজকের দিনে নিজেকে একটু উন্নয়ন করো৷ দেখবে খারাপ সময় সহজে আসবে না৷
১০. মানুষ হয়ে জন্মানোর কিছু বিশেষ দিক আছে। তাকে সময়ের অসংখ্য রূপ দেখতে হয়৷ ভাল সময়, খারাপ সময়। সব কিছুরই মুখোমুখি হতে হয়। সারাজীবন কেউ সোনার চামচ মুখে দিয়ে বসে থাকতে পারে না৷
১১. ভাল সময়ে তুমি সবাইকে পাশে পাবে। আর খারাপ সময়ে গুটিকয়েক মানুষ তোমাকে সাহায্য করবে, অল্প কিছু মানুষ তোমাকে উৎসাহ দিবে৷ এরাই তোমার আসল বন্ধু।
১২. খারাপ সময়ে আপনি কিছু কিছু কাছের মানুসের সবচেয়ে ভয়ংকর রূপ দেখতে পাবেন। তারা এমন একটা সময়ে আপনার হাত ছেড়ে দিবে, যা আপনি কল্পনাও করতে পারবেন না৷ মাঝপথে কারো হাত ছেড়ে দিলে সে আর ফিরে আসতে পারে না৷
জীবনের খারাপ সময় নিয়ে উক্তি
1. মানুষের জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার আছে। তা না হলে জানা যায় না, কে আপন আর কে পর।
2. মাঝে মাঝে খারাপ সময়…! জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয়।
3. খারাপ সময়টা জীবনে আসা অনেক দরকার! কারণ, খারাপ সময়ে মানুষ চেনা যায়।
4. জীবনের চলার পথে খারাপ সময় না আসলে বুঝতে পারতাম না,, প্রয়োজন ছাড়া কেউ পাশে থাকেনা!
5. যে মানুষ গুলো আমাকে খারাপ সময়ে হাসাবে, সেই মানুষ গুলো আমার কাছে অনেক মূল্যবান!
6. খারাপ সময়ে কাউকে পাশে না পেলে, ভালো সময়ে একা থাকার অভ্যাস করে ফেলুন।
7. ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়! আর খারাপ সময়ে নিজের ছায়াও নিজের সাথে থাকেনা।
8. সময় খারাপ এলে সবাই মুখ ফিরিয়ে নেয়!! কতো চেনা মানুষও তখন হয়ে যায় অচেনা।
9. তোমার ভালো সময়টা তাদের সাথে কাটাও!! যারা তোমার খারাপ সময়ে তোমার পাশে ছিলো।
10. খারাপ সময়ে সবার দরজা বন্ধ হয়ে গেলেও,,, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না!
আরও পড়ুন- নীতি কথা স্ট্যাটাস ও উচিত কথা উক্তি – Niti Kotha Bangla
11. সময় ভালো থাকলে সব কিছুই ভালো লাগে! আর সময় খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই মনে হয় প্রকৃতির নিয়ম!
12. খারাপ সময়টাই বুঝিয়ে দিলো..! তারা প্রিয়জন ছিলো নাকি প্রয়োজন!
13. ভালো সময়ে ভালোবাসার অভাব হয় না!! অথচ খারাপ সময়ে নিজেকে নিজে ছাড়া সান্ত্বনা দেবার মতো কেউ থাকেনা।
14. সময় খারাপ হলে…….! সবদিক থেকে আঘাত আসতে শুরু করে!
15. জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না! তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না।
16. সময় সবসময় এক থাকে না; সে বদলায়!!! তাই আজ তোমার যদি খারাপ সময় থাকে, কাল ঠিকই ভালো সময় আসবে।
17. সবসময় কাউকে পাশে পাই আর না পাই….! চোখের জলকে সবসময় পাশে পেয়েছি!
18. আপন পর বুঝিনা! খারাপ সময়ে যারা আমার পাশে থাকে, তারাই হলো আমার আসল বন্ধু।
19. অন্যের কথা নয়, নিজের মনের কথা শোনো! কারণ তোমার খারাপ সময়ে তোমার পাশে কেউ থাকবে না।
20. তারা খুব সৌভাগ্যবান……! যাদের খারাপ সময়ে হাতে হাত রাখার মতো মানুষ থাকে।
এই ছিলো আজকের খারাপ সময় নিয়ে উক্তি আশাকরব আপনাদের ভালো লেগেছে।
Follow Us
Facebook Page: AmarSikkha.com
Linkedin: AmarSikkha.com
Google News: Amar Sikkha
WhatsApp Channel: Amar Sikkha
Telegram: t.me/amarsikkha