বাংলা সাহিত্যের কবিদের ছদ্মনাম

বাংলা সাহিত্যের যতগুলো কবি রয়েছে তাঁর বেশিরভাগ কবিদের ছদ্মনাম রয়েছে। আজকে মূলত তাদের নিয়ে লিখতে বসেছি। বাংলা সাহিত্য যেমন চিরস্মরণীয় হয়ে থাকবে ঠিক তেমনি বাংলা সাহিত্যের কবিদের ছদ্মনামও চিরস্মরণীয় হয়ে থাকবে। বাংলা ভাষায় রচিত সাহিত্যকর্ম বাংলা সাহিত্য নামে পরিচিত। আনুমানিক খ্রিষ্টীয় সপ্তম শতাব্দীর মাঝামাঝি বাংলা ভাষায় সাহিত্য রচনার সূত্রপাত হয়। চলুন তাহলে জেনে নেই এই ছদ্মনামগুলোঃ

বাংলা সাহিত্যের কবিদের ছদ্মনাম 

বাংলা ভাষা তথা বিশ্বের সকল সাহিত্যে সাহিত্যিকরা অনেক সময় নিজেদের নাম আত্মগোপন করে অন্য কোনো নামে সাহিত্য রচনা করতেন। বাংলা ভাষাতেও এর ব্যতিক্রম হয়নি। অনেক কবি, সাহিত্যিক, উপন্যাসিক ও নাট্যকার তাদের আসল নাম গোপন করে ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। নিম্নে তার একটি তালিকা দেওয়া হলো।

উপাধি বা ছদ্মনাম:

১. রবীন্দ্রনাথ এর উপাধি- বিশ্বকবি বা নাইট।
২. হেমচন্দ্র এর উপাধি- বাংলার মিল্টন।
৩. মধুসুধন দত্ত এর উপাধি। মাইকেল।
৪. বিহারীলাল এর উপাধি- ভোরের পাখি।
৫. মালাধর বসু এর উপাধি গুনরাজ খাঁন।
৬. সতেন্দ্রনাথ দত্ত এর উপাধি ছন্দের জাদুকর।
৭. কাজী নজরুল এর উপাধি- বিদ্রোহী কবি।
৮. ইশ্বরচন্দ্র এর উপাধি- বিদ্যাসাগর।
৯. বাহরাম খাঁন এর উপাধি- দৌলত উজির।
১০. ভারতচন্দ্র এর উপাধি- রায়গুনাকর।
১১. মুকুন্দরাম এর উপাধি-কবি কঙ্কন।
১২. গোবিন্দ দাস এর উপাধি- স্বভাব কবি।
১৩. শামসুর রাহমান এর উপাধি- নাগরিক কবি।
১৪. জসীম উদ্‌দীন এর উপাধি- পল্লী কবি।

কবিদের ছদ্মনাম

১৫. জীবনানন্দ দাশ এর উপাধি- রূপসী বাংলার কবি।
১৬. মুকুন্দ দাস এর উপাধি- চারণ কবি।
১৭. আব্দুল কাদির এর উপাধি- রত্নকর ছন্দাসিক কবি।
১৮. বিষ্ণু দে এর উপাধি- মার্কবাদী কবি।
১৯. সুধীন্দ্রনাথ দত্ত এর উপাধি- ক্লাসিক কবি।
২০. বেগম রোকেয়া এর উপাধি- মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
২১. যতিন্দ্রনাথ বাগচি এর উপাধি- দুঃখবাদের কবি।
২২. আলাওল এর উপাধি- কবিগুরু মহাকবি।
২৩. রাম নারায়ণ এর উপাধি- তর্করত্ন।
২৪. মীর মশাররফ হোসেন এর ছদ্মনাম- গাজী মিয়া।
২৫. রবীন্দ্রনাথ এর ছদ্মনাম- ভানুসিংহ।
২৬. প্যরিচাঁদ মিত্র এর ছদ্মনাম- টেকচাঁদ ঠাকুর।
২৭. কালিকানন্দ এর ছদ্মনাম- অবধূত।
২৮. কালিপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম- হুতোম পেঁচা।
২৯. চারু চন্দ্র মুখোপাধ্যায় এর ছদ্মনাম- জরাসন্ধ।

আরও পড়ুন  রেল সম্পর্কে সাধারণ জ্ঞান (PDF) ডাউনলোড

কবিদের ছদ্মনাম মনে রাখার টেকনিক

৩০. বিমল ঘোষ এর ছদ্মনাম- মৌমাছি
৩১. রাজশেখর বসু এর ছদ্মনাম- পরশুরাম।
৩২. সমরেশ বসু এর ছদ্মনাম- কালকূট।
৩৩. অচিন্ত্য কুমার সেনগুপ্ত এর ছদ্মনাম- নীহারিকা দেবী।
৩৪. নারায়ণ বঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম- সুনন্দ।
৩৫. অনন্ত বড়ু এর ছদ্মনাম- বড়ু চন্ডীদাস।
৩৬. বঙ্কিমচন্দ্র এর ছদ্মনাম- কমলাকান্ত।
৩৭. সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম- নীল লোহিত

বাংলা ব্যাকরণ: ভাবসম্প্রসারণ লেখার নিয়ম

৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণীর উপবৃত্তি সংক্রান্ত নোটিশ ২০২৪

We will be happy to hear your thoughts

Leave a reply

Amar Sikkha
Logo