ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র mcq

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র mcq, প্রতিটি বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে সর্বমোট ৩০টি mcq দেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ পিডিএফ উত্তরমালা তোমাদেরকে দেওয়া হবে।

বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটি-নাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে সম্পূর্ণরূপে প্রস্তুত করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত তোমাদের সাজেশন দিয়ে যাব।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র mcq

১. ভৌগোলিক বৈশিষ্ট্য অনুসারে সমগ্র আরব- উপদ্বীপকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার

২. আরববাসী লোকদের চরিত্রে কঠোরতা প্রকাশ পেত কেন?
ক. উট
খ. গাধা
গ. গরু
ঘ. মহিষ

৩. আরবের মরু অঞ্চলে যাতায়াতের প্রধান বাহন কী ছিল?
ক. ভৌগোলিক কারণে
খ. অর্থনৈতিক কারণে
গ. বাণিজ্যিক কারণে
ঘ. সবগুলোই

৪. আরবে বেলে পাথরযুক্ত অঞ্চল কোনটি?
ক. আন নুফুদ
খ. আদ্‌ দাহানা
গ. আল-হাররাহ
ঘ. মধ্য আরব

৫. মালার প্রধান কাজ ছিল-
i. উকাজ মেলা পরিচালনা করা
ii. মক্কার প্রশাসন তদারক করা
iii. মক্কার নিরাপত্তা বিধান করা

নিচের কোনটি সঠিক?
ক. i
খ. i ও ii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৬. শিশু মহানবি (সা.)-এর ধাত্রী কোন বংশের ছিলেন?
ক. কুরাইশ
খ. বনি সাদ
গ. বনি ইসরাইল
ঘ. হিমারীয়

৭. ওহি অর্থ কী?
ক. ইশারা
খ. ধীরগতি
গ. ত্বরিৎগতি
ঘ. ভূক্ষেপ

৮. খিলাফত কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. ধর্মীয় ও রাজনৈতিক
খ. রাজনৈতিক ও সাংস্কৃতিক
গ. অর্থনৈতিক ও সামাজিক
ঘ. ধর্মীয় ও নৈতিক

৯. ‘খলিফা’ শব্দের অর্থ কী?
ক. প্রতিনিধি
খ. আমির
গ. আমিল
ঘ. ওয়ালি

১০. উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠাতা কে?
ক. মুয়াবিয়া
খ. আব্দুল মালিক
গ. ওয়ালিদ
ঘ. ২য় উমর

১১. মুয়াবিয়ার রাজত্বের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কোনটি?
ক. সামরিক অভিযান
খ. উত্তর আফ্রিকা বিজয়
গ. নৌ-অভিযান
ঘ. রাজ্য বিস্তার

আরও পড়ুন  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সৃজনশীল প্রশ্ন উত্তর

১২. “উমাইয়া বংশধরগণ এ ব্যাপারে সিদ্ধহস্ত ছিলেন।” –এ বাক্যটিতে উমাইয়াদের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
ক. মুনষ্যত্ব
খ. ষড়যন্ত্র ফাঁদার কৌশল
গ. শাসন ব্যবস্থা
ঘ. ধর্মপারায়ণতা

১৩. সম্রাট আলেকজান্ডারের ন্যায় উমাইয়া কোন শাসক সাম্রাজ্য বিস্তার করেছিলেন?
ক. ইয়াজিদ
খ. প্রথম ওয়ালিদ
গ. ওমর বিন আব্দুল আজিজ
ঘ. হিশাম

১৪. ‘দারুস সালাম বা শান্তির নগরী’ কোন শহরের নাম ছিল?
ক. মসুর
খ. দামেস্ক
গ. বাগদাদ
ঘ. সামরার

১৫. খলিফা আল মাহদীর মৃত্যুর পর কে বাগদাদের সিংহাসনে অধিষ্ঠিত হন?
ক. আল হাদী
খ. হারুন অর রশিদ
গ. আল আমিন
ঘ. আল মামুন

১৬. সিরিয়ায় মুদারীয় ও হিমারীয় সম্প্রদায়ে মধ্যে গৃহযুদ্ধের সূচনা হয় কত খ্রিষ্টাব্দে?
ক. ৭৯৯ খ্রিস্টাব্দে
খ.৭৮৭ খ্রিষ্টাব্দে
গ. ৭৯২ খ্রিষ্টাব্দে
ঘ. ৭৯১ খ্রিস্টাব্দে

১৭. খলিফা হারুন অর রশিদ কত খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন?
ক. ৮০৩ খ্রিস্টাব্দে
খ. ৮০৯ খ্রিষ্টাব্দে
গ. ৯০৮ খ্রিষ্টাব্দে
ঘ. ৯০৯ খ্রিষ্টাব্দে

১৮. “খলিফা মনসুরের আমলেও তিনি উক্ত পদে বহাল ছিলেন” বলতে কোন পদের কথা বোঝানো হয়েছে?
ক. রাজস্ব বিভাগের প্রধান
খ. সেনাপতি
গ. আমির
ঘ. কোতয়াল

১৯. হারুন অর রশিদের মৃত্যুর সময় আমিন কোথায় ছিলেন?
ক. বাগদাদে
খ. রাক্কায়
গ. ইরানে
ঘ. মদিনায়

২০. আমিনের উজির ছিলেন?
ক. ফজল বিন রাব্বি
খ. হারসামা
গ. আলী বিন ঈশা
ঘ. খালিদ বিন ওয়ালিদ

২১. বাগদাদে নিজামিয়া মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন?
ক. হারুন অর রশিদ
খ. আল মামুন
গ. নিজাম-উল-মুলক
ঘ. মুসতাসিম

২২. খুলাফায়ে রাশেদিনের খিলাফতকাল কোনটি?
ক. ৬৩২ খ্রি.-৬৬১ খ্রি.
খ. ৬৩৪ খ্রি.-৬৬৩ খ্রি.
গ. ৬৩৫ খ্রি.-৬৬৪ খ্রি.
ঘ. ৬৩৬ খ্রি.-৬৬৫ খ্রি.

২৩. খুলাফায়ে রাশেদিন কত জন?
ক. দু জন
খ. চার জন
গ. ছয় জন
ঘ. সাত জন

২৪. উল্লিখিত উপদ্বীপটির আয়তন—
i. আয়তন ১০,২৭,০০০ বর্গমাইল
ii. দৈর্ঘ্য ১৫০০ মাইল
iii. প্রস্থ ৬০০ মাইল

আরও পড়ুন  অনলাইনে জিরো রিটার্ন দাখিলের নিয়ম

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

২৫. হযরত আবু বকর (রা.)-কে প্রথম খলিফা হিসেবে নির্বাচনের কারণ হল, তাঁর-
i. বয়োজ্যেষ্ঠতা
ii. হযরত মুহাম্মদ (সা.)-এর ইঙ্গিত
iii. কুরাইশ বংশীয় হওয়া

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৬. মজলিস-উশ-শুরা বিলোপ করে—
i. উমাইয়ারা
ii. মুয়াবিয়া
iii. দ্বিতীয় উমর

নিচের কোনটি সঠিক?
ক. i ও iii
খ. i ও ii
গ. i, ii ও iii
ঘ. ii ও iii

উদ্দীপকটি পড় এবং ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও :

ইলিয়াসদের গ্রামটির তিনদিকে পানি দ্বারা বেষ্টিত এবং একদিক দিয়ে স্থলপথ রয়েছে। গ্রামটিতে আয়তনের তুলনায় লোকসংখ্যা খুবই কম।

২৭. ইলিয়াসের গ্রামের সাথে মিল রয়েছে কোন দেশের?
ক. আরব
খ. ভারত
গ. আমেরিকা
ঘ. ইটালি

২৮. মহানবি (সা.)-কে হিসেবে শনাক্ত করেন?
ক. বাহিরা
খ. ওরাকা
গ. উবায়দুল্লাহ
ঘ. আবু জেহেল

উদ্দীপকটি পড় এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :

রসুল (সা.)-কে কারা আল-আমিন উপাধি দিয়েছিল? বাবাকে প্রশ্ন করল তাছিন। ‘কুরাইশরা’ উত্তর দিল বাবা। তবে কেন তাঁরাই রসুল (সা.)-কে অত্যাচার করল? তাছিনের পাল্টা প্রশ্ন কুরাইশরা ক্ষমতার মসনদ ছাড়তে চায়নি তাই’ বাবার উত্তর।

২৯. উদ্দীপকে কুরাইশদের দ্বারা প্রদত্ত উপাধির অর্থ কী?
ক. নম্র
খ. ভদ্র
গ. সত্যবাদী
ঘ. মিথ্যাবাদী

৩০. তাছিনের প্রশ্নের জবাবে তার বাবা আরও যোগ করতে পারে-
i. রসুল (সা.) নতুন ধর্মের প্রবর্তক ছিলেন
ii. রসুল (সা.) এর নতুন ধর্ম কুরাইশদের ক্ষমতা খর্ব করে দেবে এই ভেবে
iii. একত্ববাদ মেনে নিতে তারা রাজি ছিল না

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

Answer PDF

1 Comment

Leave a reply

Amar Sikkha
Logo