ইংরেজি শেখার সহজ উপায় apps সমূহ

আপনারা যারা ইংরেজি শেখার সহজ উপায় apps খুঁজছেন তাদের জন্য আজকের পোস্ট। আমরা অনেক জায়গা থেকে বাছাই করে কিছু ইংরেজি শেখার অ্যাপ, বই এবং এর প্রথম ধাপ কিভাবে শুরু করবেন তা নিয়ে আজকের পোস্ট সাজিয়েছি আশাকরি আপনাদের পছন্দ হবে।

আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে সবারই ইংরেজি শেখার কোনো বিকল্প নেই। স্কুল-কলেজের শিক্ষার্থী কিংবা চাকরিজীবী যেই হোক না কেনো, কীভাবে সহজে ইংরেজি শেখা যায় এটি নিয়ে সবারই দুশ্চিন্তা থাকে। পরীক্ষায় ভালো নাম্বার পেতে শিক্ষার্থীদের যেমন ইংরেজি শেখা প্রয়োজন, অন্যদিকে চাকরিজীবীদের জন্যেও কর্মক্ষেত্রে প্রমোশনের জন্য ইংরেজিতে দক্ষতা থাকা দরকার। এছাড়াও উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে ইংরেজি শেখার গুরুত্ব সবারই জানা আছে।

চলুন তাহলে সহজে ইংরেজি শিখতে কি করতে হবে জেনে নেই।

ইংরেজি শেখার সহজ উপায় apps ডাউনলোড 

১। LearnEnglish Grammar

ব্রিটিশ কাউন্সিল কতৃক প্রস্তুতকৃত এই ফ্রি অ্যাপটি বিশেষভাবে ইংরেজি ব্যাকরণ যথাযথভাবে শিখার জন্য তৈরি হয়েছে। প্রায় ২৫ ধরনের ব্যাকরণ মিলে তৈরি করা হয়েছে এই অসাধারণ অ্যাপটিতে রয়েছে ১০০০-এর বেশি প্রশ্ন, যেগুলো নিয়মিত অনুশীলন করে আপনি নিজের ইংরেজি দক্ষতাকে ঝালাই করে নিতে পারবেন। এই অ্যাপে ইংরেজি শেখাকে মোট চারটি লেভেলে ভাগ করা হয়েছে, Beginner, Elementary, Intermediate ও Advanced অর্থাৎ যে কেউ তার ইংরেজি দক্ষতা বৃদ্ধি করতে পারবেন নিজ নিজ যোগ্যতা অনুযায়ী।

২। Babbel

Babbel অ্যাপটি মূলত একটি Spoken English App, এটি ইংরেজি ভাষায় কথোপকথনের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। আমরা অনেকেই ইংরেজিতে প্রেজেন্টেশন দিতে কিংবা ইংরেজিতে কথা বলতে কুণ্ঠিত বোধ করি। এক্ষেত্রে এই অ্যাপটি আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে। এই অ্যাপের অনুশীলনীগুলো এমনভাবে সাজানো যাতে একজন ব্যবহারকারী নিজের পরিচয় দেয়া থেকে শুরু করে রেস্টুরেন্টে খাবার অর্ডার করা, ভ্রমণের ব্যবস্থা করা ইত্যাদি দৈনন্দিন কাজে সাবলীলভাবে ইংরেজি ভাষা ব্যবহার করতে পারবেন। এছাড়া ইংরেজি ব্যাকরণে পারদর্শী হতে ও শব্দভাণ্ডার বৃদ্ধি করতে এই অ্যাপের জুড়ি নেই! এটি ২০১৫ সালে “গুগল প্লে”-এর সেরা অ্যাপগুলোর মধ্যে অন্যতম হিসেবে নির্বাচিত হয়।

আরও পড়ুন  রেখা কাকে বলে, রেখা চিত্র সহ সংজ্ঞা

৩। Knudge.me

যেকোনো বয়সের মানুষের ব্যবহারের জন্য তৈরি করা Knudge.me নামের এই অ্যাপটিতে রয়েছে ২০০-এর বেশি শব্দ, ২৫০-এর বেশি বাগধারা ও ১০টি গেইম নিয়ে সাজানো। এতে আরো রয়েছে বিভিন্ন কুইজ ও গেইম ট্রেইনিং এর মাধ্যমে ইংরেজি শেখার দারুণ সুযোগ। তাছাড়াও বিভিন্ন রিভিশন টেস্টের মাধ্যমে একাধিকবার নিজের দক্ষতা ঝালাই করে নেওয়ার সুবিধাও আছে। শুধু তাই না ইংরেজি ব্যাকরণ, শব্দচয়ন, এমনকি কথা বলার ক্ষেত্রেও সাহায্য করবে এই English Learning App। অ্যাপটির সবচেয়ে ভালো দিকটি হলো, এটি প্রতিদিনের অগ্রগতিকে টুকে রাখবে এবং মনে করিয়ে দেবে।

৪। Busuu

Busuu অ্যাপটির বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে স্থানীয় ইংরেজি ভাষাভাষীদের সাথে কথা বলার সুযোগ রয়েছে। শুধু ইংরেজিই না, যে কোনো ভাষা শেখার সবচেয়ে ভালো পদ্ধতি এটি। বর্তমানে প্রায় ৮০ মিলিয়ন মানুষ এই অ্যাপটি ব্যবহার করে বিভিন্ন ভাষা শিখছেন, যার মধ্যে ইংরেজি অন্যতম। এতে শোনা, বলা ও শেখার কাজটি একই সাথে সম্পন্ন করা যায়। অন্যান্য অ্যাপের মত এটিও অসংখ্য অনুশীলনী দ্বারা সাজানো হয়েছে। এটি মূলত ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে শেখার জন্য প্রকৃষ্ট একটি মাধ্যম।

৫। Quizlet

স্মৃতিশক্তিকে প্রখর করার জন্য অসাধারণ একটি অ্যাপ Quizlet, বিশ্বের প্রায় ৩০ মিলিয়ন শিক্ষার্থী এই অ্যাপটি ব্যবহার করে পড়াশোনার কাজে। এর মূল কাজটি ডিজিটাল ফ্ল্যাশকার্ডকে ঘিরে, এই অ্যাপে ডিজিটাল ফ্ল্যাশকার্ডের মাধ্যমে নতুন শব্দ মনে রাখার ব্যবস্থা রয়েছে। তবে এর বিশেষত্ব হলো, এখানে আপনি নিজের পছন্দ মতো ফ্ল্যাশকার্ড বানিয়ে নিতে পারবেন! ছবি দেখে দেখে ফ্ল্যাশকার্ড তৈরি করার মধ্য দিয়ে যেকোনো শব্দ মনে রাখা হয়ে উঠবে আরো সহজতর। এই মজার কাজটি চলতে ফিরতে করা যায়, যা আপনার অবসর সময়গুলোকে আরো প্রোডাক্টিভ করে তুলবে। এছাড়াও প্রতিদিন পরীক্ষা দেয়ার মাধ্যমে নিজের অগ্রগতি যাচাই করে নেয়ার সুযোগ রয়েছে এই অ্যাপে।

৬। Magoosh Vocabulary Builder

Magoosh Vocabulary Builder অ্যাপটি কয়েকটি ভাগে বিভক্ত, যেমন: সাধারণ, GRE, SAT, TOEFL ইত্যাদি ভিন্ন ভিন্ন লিস্ট থেকে নিজের সুবিধামত ব্যবহার করা যায়। মোট ১২০০ শব্দ দিয়ে সাজানো হয়েছে এই অ্যাপটিতে রয়েছে শব্দ মেলানোর পাশাপাশি শব্দের সংজ্ঞা মেলানোর মতো চ্যালেঞ্জ। প্রত্যেক লেভেল পার হওয়ার পর লেভেল কঠিন থেকে কঠিনতর হতে থাকে। কোনো শব্দ যদি অজানা হয়ে থাকে তবে ঐ শব্দ পুরোপুরি মুখস্থ না হওয়া পর্যন্ত তা দেখানো হয়। এই পুনরাবৃত্তির ফলে যেকোনো কঠিন শব্দও মাথায় গেঁথে যায়।

আরও পড়ুন  এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস (pdf) সকল বিষয়ের

৭। PowerVocab

প্রতিনিয়ত চ্যালেঞ্জের মাধ্যমে নতুন শব্দ চেনার আরেকটি অ্যাপ এটি। প্রত্যেক চ্যালেঞ্জে ভুলগুলো তুলে ধরা এবং পুনরায় প্রদর্শন করার মাধ্যমে সহজে শিখে নিতে পারো নতুন নতুন ইংরেজি শব্দ। তাছাড়া নতুন কোনো শব্দের সংজ্ঞা, উচ্চারণ, ব্যবহার ইত্যাদিও দেখে নেয়া যাবে। ৯০ সেকেন্ডের কিছু গেইমও আছে অ্যাপে, যা দিয়ে আপনি ইন্টারনেটের মাধ্যমে নিজের বন্ধুদের সাথেও খেলতে পারবেন। প্রত্যেক সঠিক উত্তরের জন্য ১০ পয়েন্ট যোগ হবে এবং ভুল উত্তরের জন্য ১০ পয়েন্ট কাটা যাবে, এভাবেই এগিয়ে যায় গেইমটি। এভাবে এই অ্যাপের মাধ্যমে খেলাচ্ছলে ইংরেজিতে দক্ষতা বাড়ানো সম্ভব।

৮। Dolingo 

শুধু ইংরেজি নয় পৃথিবীর অনেক ভাষা এই অ্যাপ থেকে শিখতে পারবেন। ৫০ কোটির বেশি মানুষ ডাউনলোড করেছেন, এই অ্যাপে ৪০টির বেশি ভাষা শেখা যাবে। যার মধ্যে রয়েছে ইংরেজি ভাষাও। ডুওলিঙ্গো ব্যবহার করে স্পিকিং, রাইডিং ও রাইটিং সব শিখতে পারবেন। এই অ্যাপে অন্য ইউজারের সঙ্গে পরস্পর ইংরেজিতে কথাও বলতে পারবেন। রয়েছে ফ্রি কোর্স এবং রিওয়ার্ডস। প্রচুর ফিচার রয়েছে এতে যার মাধ্যমে ফ্লুয়েন্ট ইংরেজি বলতে পারবেন।

ইংরেজি শেখার প্রথম ধাপ

ইংরেজি  শেখার প্রথম ধাপে প্রথমে কিছু গ্রামার বই থেকে অথবা যেটা সহজ হয় সেই বই থেকে গ্রামার শিখে নিতে হবে কারণ গ্রামার ছাড়া ইংরেজি শেখা যায় না। বাংলাদেশে অনেক ভালো মানের গ্রামার বই আছে যেমন Advanced learner English Grammar, Master ইত্যাদি।

সহজে ইংরেজি শেখার বই

১। English Therapy. সাইফুল ইসলাম

২। VOCAB THERAPY. সাইফুল ইসলাম

৩। Spoken English. মুনজেরিন শহীদ

৪। স্মার্ট ইংলিশ স্মার্ট ওয়ে টু লার্ন ইংলিশ

৫। Bonus

1 Comment
  1. Reply
    10+ Easy Rules of Completing Sentence All Times - Amar Sikkha July 7, 2024 at 3:27 PM

    […] Read More: ইংরেজি শেখার সহজ উপায় apps সমূহ […]

Leave a reply

Amar Sikkha
Logo